Suvendu, BJP, হিন্দুদের ওপর হামলার ঘটনা ধামাচাপা দিতে রাজ্যের ন্যক্কারজনক পদক্ষেপ, অভিযোগ শুভেন্দুর

আমাদের ভারত, ২৮ মার্চ: মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের ওপর হামলার ঘটনা ধামাচাপা দিতে রাজ্য সরকার ন্যক্কারজনক পদক্ষেপ করছে বলে শুক্রবার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “নিজেদের আইনজীবীদের মাধ্যমে মহামান্য উচ্চ আদালতকে আজ বিভ্রান্ত করতে ভুয়ো ভিডিও দেখিয়ে দাবি করেছে যে, পরিস্থিতি নাকি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি যদি স্বাভাবিকই থাকে তবে উত্তপ্ত এলাকার অনেক দূরে ব্যারিকেড বসিয়ে সংবাদ মাধ্যম সহ বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে কেন?

আজ মালদহ জেলার বিজেপির প্রতিনিধি দল মোথাবাড়ি যাওয়ার চেষ্টা করলে কেন পুলিশ পথ আটকালো? কেন ক্ষতিগ্রস্ত হিন্দু দোকানদারদের ও তাঁদের পরিবারের পাশে থেকে তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা ও তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন?

এলাকাতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নং ধারা বলবৎ করা হয়েছে কেন? এমনকি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। এই সকল ঘটনা থেকেই প্রমাণ হয় যে পরিস্থিতি উত্তপ্ত এবং মমতা সরকার জেনে বুঝে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে আক্রান্ত হিন্দুদের বিচ্ছিন্ন করে রাখতে চাইছে, যাতে সত্য প্রকাশিত না হয়ে যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *