আমাদের ভারত, ব্যারাকপুরে, ২৬ ফেব্রুয়ারি: ব্যারাকপুরের জাফরপুর কালীতলায় কিশোরী ধর্ষণের প্রতিবাদে মোহনপুর থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
ধর্ষণকাণ্ডে শুধু গ্রেফতার করলেই হবে না যদিও অন্য কোনখানে গ্রেপ্তার না হলেও মোহনপুর থানা এলাকার ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করলেন বিজেপি নেত্রী। তার পাশাপাশি তিনি আরোও বলেন, যে ১৪ বছরের মেয়েটি দিনে দুপুরে টিউশন পড়তে গিয়ে মোহনপুর থানা এলাকায় ধর্ষিতা হয়েছেন তার হৃদয় কেটে যাওয়ার পাশাপাশি পরিবারের জীবনটাও শেষ হয়ে গেছে। পুলিশ কোথায় ছিল সেই প্রশ্নও তুললেন বিজেপি নেত্রী।
মোহনপুর থানার সামনে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তভ বাগচী সহ একাধিক বিজেপির নেতৃত্ব।
এদিন অগ্নিমিত্রা পাল বলেন, শুভ মজুমদার একজন তৃণমূলের সক্রিয় কর্মী, যিনি ভোটের সময় বুথেও বসেন, পার্টিতেও থাকেন, তাকে আড়াল করবার জন্য সব রকম চেষ্টা করছে। রাজ্যজুড়ে যেভাবে কিশোরী ও মহিলাদের ধর্ষণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন না। পুলিশ মন্ত্রীর কাছে একটাই দাবি, আমরা কি শুধু ধর্ষিতাই হয়ে যাব? ধর্ষিতা হওয়ার জন্য কি জন্মেছি?