Spring festival, Chandrakona, নৃত্যম কলা মন্দিরের উদ্যোগে চন্দ্রকোনার পরিমল কানন পার্কে বসন্ত উৎসব পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের পরিমল কানন পার্কে নৃত্যম কলামন্দিরের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয় রবিবার। এদিন চন্দ্রকোনা রোড পরিমল কাননে নৃত্যম কলা মন্দিরের দ্বাদশ বর্ষপূর্তি ও বার্ষিক বসন্তোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিল নৃত্যমের প্রায় ১২টি শাখার ছাত্রছাত্রীরা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা অর্পিতা চৌধুরী, পুলিশ বিট হাউসের আইসি রসকুন্ডু হাইস্কুলের প্রধান শিক্ষক স্মৃতিরঞ্জন দত্ত, বিশিষ্ট সমাজসেবী মানস নায়েক, রাজীব ঘোষ, প্রসেনজিত ভুঁইঞা, দিব্যেন্দু নায়েক, ডাবচা নবকোলা হাইস্কুলের সেক্রেটারি প্রসেনজিত রানা। চিত্রশিল্পী অনির্বাণ পাল, নৃত্যশিল্পী পায়েল পাত্র, লাইব্রেরিয়ান প্রদ্যোৎ সামন্ত সহ আরও বিশিষ্ট জনেরা।

সমগ্র অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন অর্ণব বেরা। নৃত্যমের অধ্যক্ষা তিলোত্তমা নান্দীর কথায়, “সকলের উপস্থিতিতেই অনুষ্ঠানটি সফলতা লাভ করেছে। আমরা আপ্লুত এবং আনন্দিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *