পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: মেচেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছাত্রদের নিয়ে কিংবদন্তি ফুটবল খেলোয়াড় গোষ্ঠ পালের স্মরণে ১২টি দলের ফুটবল প্রতিযোগিতা হয় মেচেদার নবীন সংঘের মাঠে।
অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র বলেন, আজকের এই ফুটবল প্রতিযোগিতা পরিচালনা করেন চাঠরা কুঞ্জরানী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিক্রম হেমব্রম। প্রতিযোগিতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাঁড়িয়ালা ভীমচরণ হাইস্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিকাশ পাত্র, ডহরপুর হাইস্কুলের শিক্ষক বিপ্লব মন্ডল সহ এলাকার বহু ক্রীড়াপ্রেমী মানুষজন।