আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ ফেব্রুয়ারি: ইস্টবেঙ্গলের পর এবার জলপাইগুড়ি শহরে রাস্তার নামকরণ হলো মোহনবাগান অ্যাভিনিউ। রবিবার এই রাস্তার নামকরণ করতে এক কর্মসূচির আয়োজন করলো জলপাইগুড়ি পুরসভা। পুরসভার উদ্যোগে শহরের আশালতা বসু বিদ্যালয় থেকে মণিষী পঞ্চানন বর্মা সমিতি পর্যন্ত রাস্তার নামকরণ করা হয়েছে মোহনবাগান অ্যাভিনিউ। এদিন শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মাঠে মঞ্চ করে রাস্তার নাম করণ করা হলো।
স্পোর্টস কমপ্লেক্সের পাশের ময়দানে এক কর্মসূচির মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন এবং নামাংকিত স্মারক উন্মোচনের মধ্য দিয়ে রাস্তার নামকরণ সম্পন্ন হয়। জলপাইগুড়ি পৌরসভা এবং মোহনবাগান ফ্যান ক্লাব মেরিনার্স- এর যৌথ উদ্যোগে এদিনের অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, জলপাইগুড়ির মহুকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী সহ পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং আধিকারিকরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিষ দত্ত এবং জাতীয় দলের দুই প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি এবং মানস ভট্টাচার্য। ফুটবল প্রতিভা অনুসন্ধানের জন্য পুরসভার তরফে জলপাইগুড়ি’তে একটি নন রেসিডেন্সিয়াল ফুটবল অ্যাকাদেমি তৈরীর প্রস্তাব দেওয়া হয়। মোহনবাগানের সচিব দেবাশিষ দত্ত সেই প্রস্তাব নিয়ে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন এদিন।