পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: মেদিনীপুর কলেজের এনএসএস ইউনিট ১- এর উদ্যোগে শীতকালীন শিবির শেষ হলো রবিবার। সাত দিনের এই শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নেয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ ও এনএসএস প্রোগ্রাম অফিসাররা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
ক্যারাটে ট্রেনিং, শরীর ও মন সংযোগের জন্য যোগা ট্রেনিং, ক্যাম্পাস পরিষ্কার, কলেজের দত্তক নেওয়া বস্তিগুলোতে ব্লেচিং পাওডার, ফিনাইল, সাবান বিতরণ করা ও স্কুলে গিয়ে সচেতনতা প্রসারের মতো অনেক কর্মসূচি নেওয়া হয়েছিলো এই শিবিরে।