BJP, Road blocked, সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বাঁকুড়ায় থানা ঘেরাও, পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও, রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আজ সকালে বিজেপি যুব মোর্চার সদস্যরা ঝাঁটা হাতে মিছিল করে রাস্তা অবরোধ করে। বাঁকুড়া শহরের অন্যতম প্রবেশপথ পোয়াবাগান মোড়ে রাস্তা অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়।

অবরোধ বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা বলেন, সন্দেশখালিতে জঙ্গলের রাজত্ব চলছিল দীর্ঘদিন ধরেই। দিনের পর দিন শাজাহান বাহিনী তান্ডব চালিয়েছে। গরিব মানুষের চাষের জমি জোরপূর্বক দখল করে ভেরি বানানো হয়েছে, লভ্যাংশের ভাগ দেবার কথা বলেও গরিব মানুষদের বঞ্চিত করা হয়েছে, লভ্যাংশের টাকা চাইতে গেলে গুন্ডা দিয়ে ভয় দেখানো হতো। দিনের পর দিন মা বোনেদের উপর অত্যাচার চালানো হয়েছে। এসব আজ প্রকাশ্যে এসে পড়েছে। এই কান্ডের নায়ক শেখ শাজাহান সহ দুষ্কৃতীদের গ্ৰেপ্তার করতে হবে বলে তিনি দাবি জানান।

বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীলরুদ্র মন্ডল বলেন, দুর্নীতি, গুন্ডাগিরি মানুষ বরদাস্ত করবে না।সন্দেশখালিতে মানুষ রুখে দাঁড়িয়েছে। সঙ্ঘবদ্ধ প্রতিরোধে শাজাহানের বাহিনী আজ দিশেহারা। সারা পশ্চিমবঙ্গের মানুষ আজ রাগে ফুঁসছে। চাকরি, রেশন দুর্নীতি আজ প্রকাশ্যে। এইসব তৃণমূল নেতাদের মানুষ আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে। এদিন বিকালে বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া সদর থানায় বিক্ষোভ দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *