Parents, Tilottma, আসল জয় আমাদের সেদিনই হবে, যেদিন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে,” সুপ্রিম কোর্টের শুনানির পর বললেন তিলোত্তমার বাবা- মা

আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: “আসল জয় আমাদের সেদিনই হবে, যেদিন আসল খুনিদের ধরা হবে এবং বিচার হবে,” সুপ্রিম কোর্টের শুনানির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের আশায় বললেন আর জি কর কাণ্ডে নির্যাতিতা তিলোত্তমার বাবা- মা।

প্রসঙ্গত, এদিন আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার শুনানি ছিল, যেখানে সিবিআই মুখ বন্ধ একটি খামে এই কেসের তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে কী আছে জানা না গেলেও সেই রিপোর্ট দেখে বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করেছেন। এই শুনানির পর আবারো একবার সিবিআই- এর তদন্ত ও সুপ্রিম কোর্টের উপর তাদের আস্থার কথা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা- মা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের রদবদল প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে বলেন, এই সিদ্ধান্ত আগে নিলে তার কোল খালি হতো না।

এদিন তারা বলেন, “সুপ্রিম কোর্টের ওপর আমাদের ১০০ শতাংশ ভরসা আছে। এই বিচার ব্যবস্থাকে সঠিকভাবে গাইড করে নিয়ে যাবেন। সমাধান করার চেষ্টা অবশ্যই করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *