পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: বেশ কয়েকদিনের বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমাজুড়ে। জলের তলায় রয়েছে ঘাটাল শহরের বেশ কিছু এলাকা। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে বেরিয়ে আসতে হয়েছে অনেককেই। বিভিন্ন এলাকায় নদী বাঁধগুলিতে ফাটল দেখা দিয়েছে। সেইমতো আজ ঘাটালের বিভিন্ন এলাকার নদী বাঁধগুলি পরিদর্শনে এলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার।
ছিলেন সেচ কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত এবং ঘাটাল ও দাসপুর থানার ওসি। তাঁরা ঘাটালের বিভিন্ন এলাকার বাঁধগুলি পরিদর্শন করেন। প্রতাপপুরের সুইচ গেট দিয়ে জল জল বেরিয়ে পড়ছিল, তা পরিদর্শন করার পরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে নির্দেশ দিলেন তড়িঘড়ি যাতে এই সুইচগেট মেরামতি করা হয়।