Textile Exhibition, Medinipur, মেদিনীপুরে ৪২তম তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার উদ্বোধন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহ্যবাহী ‘৪২তম তাঁতবস্ত্র প্রদর্শনী ও মেলা- ২০২৪- এর উদ্বোধন হলো মঙ্গলবার সন্ধ্যায়। বরাবরের মতোই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই তাঁতমেলা।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ চন্দন সাহা, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, বন ও ভূমি কর্মাধ্যক্ষ তপন প্রধান, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, খড়্গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ প্রমুখ।

সভাধিপতি জানান, “এবার ১০০টি স্টল এসেছে। প্রতিবারের মতোই এবারও ভালো কেনাবেচা হবে।” বিধায়ক অজিত মাইতি বলেন, “এই তাঁত মেলা মেদিনীপুরের ঐতিহ্য। সমস্ত কিছু উপেক্ষা করে এবারও এই মেলায় মেতে উঠবেন মেদিনীপুরবাসী।” অন্যান্য বারের থেকেও এবার আরো বেশি বেচাকেনা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। জেলার বন্যা পরিস্থিতিরও দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছেন বিধায়ক।

অপরদিকে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার সাথে সাথেই সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার বার্তা দিয়েছেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *