আমাদের ভারত, ২৭ মার্চ: বাংলাদেশে ভারত-বিরোধী মনোভাব ও আন্দোলন মাথা চাড়া দিয়ে ওঠায় সে দেশের মাদ্রাসাকে দায়ী করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বুধবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “যুক্তরাজ্যে সোরোস এবং অন্যদের অর্থায়নে পাকিস্তানি ও বাংলাদেশি সম্পদ ভারতের ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয়। আমার কাছে এটা পরিস্কার যে বাংলাদেশে মাদ্রাসার বিস্তার হিন্দু-বিরোধী এবং ভারত-বিরোধী ইসলামবাদীদের পুরো প্রজন্ম তৈরি করেছে। সময় হয়েছে ঘুম থেকে ওঠার।” প্রসঙ্গত, জর্জ সোরোস একজন হাঙ্গেরিয়ান-আমেরিকান ধনকুবের এবং ফান্ড ম্যানেজার।
ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং বিদেশ মন্ত্রকের এক্স হ্যান্ডলের সঙ্গেও তথাগতবাবু যুক্ত করেছেন এই বার্তা।