Sukanta, campaign, TMC, নিজের ওয়ার্ডে প্রচার শুরু করলেন সুকান্ত, তৃণমূলের কুইক রেসপন্স কর্মসূচিকে কটাক্ষ করে বললেন “ইয়ে ডর হামে আচ্ছা লাগা”

আমাদের ভারত, ২৭ মার্চ: আজ নিজের ওয়ার্ডে চায় পে চর্চার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূলের কুইক রেসপন্স নামে নয়া কর্মসূচিকে তীর্যক সুরেই কটাক্ষ করে বললেন, “ইয়ে ডর হমে আচ্ছা লাগা।”

বুধবার সকালে বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা সিনেমা হল সংলগ্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে চায় পে চর্চা করেন সুকান্ত মজুমদার। এরপর দেওয়াল লিখনে যোগ দেন। শেষে নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন সুকান্তবাবু।

গত পাঁচ বছরে মোদী সরকার আর তার নির্বাচনী কেন্দ্রে কী কী উন্নয়ন করেছেন তার খতিয়ান তুলে ধরে লিফলেটও বিলি করেন তিনি। এদিনের প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সারা মিলেছে বলে দাবি বিজেপি প্রার্থীর। আজ তার সঙ্গে প্রচারে ছিলেন বিজেপি যুব মোর্চার নেতারা।

এদিকে তৃণমূলও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আস্তে আস্তে নিজেদের প্রচারকে তুঙ্গে তোলার চেষ্টা করছে। জানাগেছে, সুকান্ত মজুমদার যেখানে যেখানে সভা করবেন সেখানেই ২৪ ঘন্টার মধ্যে পাল্টা সভা করবে তৃণমূল। তার জন্য তৈরি হচ্ছে কুইক রেসপন্স টিম। আর একেই চুড়ান্ত কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার- সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, এর থেকে স্পষ্ট বিজেপি ও সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছে তৃণমূল। তাই পাল্টা সভার চিন্তাভাবনা করছে। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, “বিজেপি ও সুকান্ত মজুমদারকে তাহলে ভয় পাচ্ছে তৃণমূল। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। আমরা মিথ্যে অপপ্রচার চালাচ্ছি না। রাজ্য সরকার ও তৃণমূলের মিথ্যেটা তুলে ধরছি। রাজ্যে ৪২টি আসনের মধ্যে বালুরঘাট লোকসভা আসনের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। এই কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে তৃণমূলের প্রার্থী রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। দুই হেভি ওয়েট নেতা এই আসন থেকে দাঁড়িয়েছেন। তাই বালুরঘাটের আসন এখন হট সিট। এই আসন দখলে প্রধান প্রতিপক্ষ দুই দলের প্রার্থী সুকান্ত মজুমদার ও বিপ্লব মিত্র। দুই প্রার্থীই জোড় কদমে প্রচার চালাচ্ছেন। তবে বিজেপির প্রার্থী তালিকা আগে ঘোষণা হওয়ায় জেলাজুড়ে নির্বাচনী প্রচার একেবারে তুঙ্গে রয়েছে বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *