আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ নভেম্বর : শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে এরকম কোনো বক্তব্য বা তথ্য কি আপনাদের কাছে আছে? কিসের ভিত্তিতে একথা বলছেন? শুভেন্দু অধিকারী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উল্টে সাংবাদিকদের এই প্রশ্ন করলেন ব্রাত্য বসু।
আজ নন্দকুমারের খঞ্চি স্কুল ময়দানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার দের উদ্যোগে জনসংযোগ শীর্ষক একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় যোগ দিয়ে ব্রাত্য বসু শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক সভার সাফাই দিয়ে বলেন, আমরা অনেকেই অনেক সময় অনেক অরাজনৈতিক সভা বা কাজ করি যেখানে তৃণমূলের পতাকা থাকে না। সুজিত বোস ও শান্তনু সেন পুজোর সঙ্গে যুক্ত, সেখানেও কোনও পতাকা থাকে না। আমি একটু আগেই মহিষাদলে একটা অনুষ্ঠান করে এসেছি, সেটা সম্পূর্ণ অরাজনৈতিক সেখানেও কোনও পতাকা ছিল না। একটা মানুষের কি সবসময় একটাই পরিচয় বহন করে? তা নাও হতে পারে এবং এটাই সত্য। তিনি এও বলেন শুভেন্দু অধিকারী যে অরাজনৈতিক সভা করছেন তাতে দোষের কিছু নেই, তিনি অন্তত তাই মনে করেন।
শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ও বিভিন্ন পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, খুচখাচ কিছু ঝামেলা হয়েছে। বড় সংসারে অল্প বিস্তর ঝামেলা হতেই পারে, তবে আমার বিশ্বাস তা মিটে যাবে। আমাদের মাথায় রাখতে হবে আমরা দশ বছর সরকারে আছি। একদল লোক উদগ্র হয়ে উঠেছে। উদগ্র হয়ে তারা আমাদের মধ্যে ভাঙন লাগাতে চাইছে।
এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুজিত বসু ও ডাঃ শান্তনু সেন। এছাড়াও জেলার সহ-সভাপতি তথা রামনগরের বিধায়ক অখিল গিরি সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এই সভামঞ্চে সিপিএম থেকে কয়েকজন তৃণমূলে যোগদান করে।