আমাদের ভারত, হাওড়া, ৫ ডিসেম্বর: তৃণমূলের দুয়ারে সরকার কর্মসূচির পাল্টা জনসংযোগ যাত্রা শুরু করেছে বিজেপি। শনিবার রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি নেতারা এই কর্মসূচির সূচনা করেন। এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার ধূলাসিমলা থেকে এই কর্মসূচির সূচনা করেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। এদিন এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া মন্ডল, বিজেপি নেতা অরুণ পাল চৌধুরী। এদিন জয় বলেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই কর্মসূচি।
প্রসঙ্গত করোনা আক্রান্ত হয়ে প্রায় দুই মাস গৃহবন্দী থাকার পর শনিবার প্রথম দলীয় কর্মসূচিতে সাধারণ মানুষের কাছে পৌছলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উদয়নারায়ণপুরে বিজেপির বাইক মিছিলে হামলার পর শনিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে বাইক মিছিল করে বিজেপি। এদিন বাইক মিছিল আমতার কলেজ মোড় থেকে শুরু হয়ে ফতেপুর, কলাতলা, বানীবন হয়ে বাসুদেবপুরে শেষ হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবশঙ্কর বেজ, বিজেপি নেতা পিন্টু পাড়ুই সহ অন্যান্যরা।