সাথী দাস, পুরুলিয়া, ৫ ডিসেম্বর: রাজ্যের “দুয়ারে সরকার” উদ্যোগের পাল্টা “গৃহ সংযোগ অভিযান”‘ করে দলের কর্মীদের চাঙ্গা করতে উদ্যোগী হল বিজেপি। আজ পুরুলিয়া শহরে দলীয় এই অভিযানে নেতৃত্ব দিয়ে কর্মীদের মনোবল বাড়াতে উদ্যোগী হলেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। পুরুলিয়া শহরের কদম কুলি এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সদলবলে ভোট প্রচার চালান তিনি। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুফল নিয়ে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন বিজেপি নেতৃত্ব। এদিন বাসিন্দাদের একাংশের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গিয়েছে বিজেপি কার্য কর্তাদের।
দলের এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বলেন, “তৃণমূল সরকারকে উৎখাত করতে বেশি আগ্রহী সাধারণ মানুষ। তাঁদের কাছে গিয়ে মনের কথা জানতেই এই অভিযান শুরু হল।”