পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ আগস্ট: বৃষ্টি হলে বৃষ্টির জল পড়ছিল বাড়ির মধ্যে। বাড়িতে থাকা দুর্বিষহ হয়ে উঠছিল পরিবারের সদস্যদের। সমস্যার সমাধান করলো লালগড় থানার পুলিশ। খড়ের বাড়ির উপর ত্রিপল দিয়ে ছাউনি করতে দেখা গেল থানার আইসি থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ারদের। রবিবার লালগড় থানার অন্তর্গত পুর্নাপানি গ্রামে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লালগড় থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় জনসংযোগ কর্মসূচি। ঝাড়গ্রাম জেলা পুলিশ পরিচালিত দিশা কোচিং সেন্টারের ১০০ জন ছাত্রছাত্রীর হাতে পড়াশোনার সামগ্রী এবং এলাকার মানুষকে মশাবাহিত রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে ৪০০টি মশারি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস। জনসংযোগ কর্মসূচির শেষে ত্রিপল নিয়ে দুঃস্থ মানুষগুলির বাড়িতে হাজির হয় লালগড় থানার পুলিশ। সঙ্গে উপস্থিত ছিলেন আইসি স্বরূপ মুখোপাধ্যায় সহ অন্যান্য অফিসাররা।
পুর্নাপানি গ্রামের যে সমস্ত ব্যক্তির বাড়ির ছাউনি থেকে জল পড়তো তাদের বাড়ির ছাউনি পুলিশ নতুন ত্রিপল দিয়ে ঠিক করে দেয়। এছাড়াও বেশ কিছু লোকের হাতে বাড়ি গিয়ে ত্রিপল তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগ দেখে খুশি এলাকার মানুষ।
লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় বলেন, “ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে লালগড় থানার পুলিশ প্রতিনিয়ত সামাজিক কাজ করে চলেছে। পুর্নাপানি এলাকার যে সমস্ত মানুষজনের বাড়ির অবস্থা বেহাল দশা ছিল, সেগুলিকে আমরা চিহ্নিত করে নিজেরাই সংস্কার করে দিয়েছি। আবার অনেকের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়েছে”। ভগ্নপ্রায় বাড়ি পুলিশ নিজের উদ্যোগে ত্রিপল দিয়ে সারাই করে দেয়। বাড়িতে আর জল পড়বে না, তাই এবার মুখে হাসি পুর্নাপানি গ্রামের বাসিন্দা বিকাশ শবরের। তিনি বলেন, “বৃষ্টি হলে জল পড়তো বাড়ির মধ্যে। থাকতে খুবই অসুবিধা হচ্ছিল। আজ দেখলাম পুলিশ এসে নিজেই আমার বাড়িটি ত্রিপল দিয়ে ঠিক করে দিয়েছে। এবার আর জল পড়বে না আমি অনেক খুশি”।