March, Kolaghat, আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল কোলাঘাটে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: কলকাতার আরজিকর হাসপাতালের দ্বিতীয় বর্ষের পিজি ট্রেনি মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি ও ১৪ আগস্ট মহিলাদের রাত দখলের দিন আরজিকর হাসপাতালে দুষ্কৃতকারীদের বর্বরোচিত তান্ডবের প্রতিবাদে আজ কোলাঘাটের সাহাপুর থেকে বিডিও অফিস পর্যন্ত এক প্রতিবাদ মিছিল হয়। মিছিলে মহিলা সহ শতাধিক গ্রামীণ চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও নাগরিকরা অংশগ্রহণ করেন।

গ্রামীন চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কোলাঘাট ব্লক কমিটির ডাকে এই প্রতিবাদ মিছিলে বিশিষ্টদের মধ্যে অংশগ্রহণ করেন মোজাফফর আলি খান, নারায়ণ চন্দ্র নায়ক, অর্জুন ঘোড়ই, দিলীপ মাইতি, নিতাই বেরা প্রমুখ। প্রতিবাদকারীরা ন্যক্কারজনক ঐ ঘটনার প্রতিবাদে সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *