সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ আগস্ট: বিদ্যালয়ের অনুষ্ঠান থেকে সাইকেলে বাড়ি ফেরার সময় এক নাবালিকার গায়ে হাত দেওয়া ও তাকে কটুক্তি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জয়পুর থানার পুলিশ। ঘটনার মাত্র ৮ ঘন্টার মধ্যেই পুলিশি তৎপরতায় দোষী ধরা পড়ে। রবিবার বিকেলে বাঁকুড়ার জয়পুর থানার নাম চাড়া গ্রামের কাছে রাজ্য সড়ক ২- এ এই ঘটনা ঘটে।
জয়পুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে এক অনুষ্ঠান শেষে সাইকেলে করে বাড়ি ফেরার পথে নাবালিকাকে ধাওয়া করে অভিযুক্ত যুবকটি। মোটর সাইকেলে করে যুবকটি পিছন থেকে এসে তার গায়ে হাত দেয়। ছাত্রীটি চিৎকার করতেই যুবকটি পালিয়ে যায়। জয়পুর থানায় ঘটনাটি জানানো হলে পুলিশ তদন্তে নামে। যুবকটি অপরিচিত হওয়ায় এবং কোনো রকম প্রমাণ না পাওয়ায় পুলিশ ওই ছাত্রীর বয়ানের ভিত্তিতে তদন্তে নামে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে শান্ত নন্দী (২৫) নামে অভিযুক্ত যুবকটিকে চিহ্নিত করে আটক করে পুলিশ। পস্কো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়। সোমবার অভিযুক্তকে আদালতে তোলা হয়।
আরজিকর কান্ডের পর মহিলা সুরক্ষা নিয়ে রাজ্যজুড়ে আন্দোলন চলছে। তারই মধ্যে এই ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়।তবে জয়পুর থানার পুলিশ দ্রুততার সঙ্গে তদন্তে নেমে দোষীকে চিহ্নিত করে আদালতে পেশ করায় সন্তোষ প্রকাশ করেন স্হানীয় বাসিন্দারা।