Ritu Utsav, Kolkata, আরজিকর কান্ডে এবার প্রতিবাদে রূপান্তরকামীরা, ঋতু উৎসবের মঞ্চ থেকেই প্রতিবাদে গর্জে উঠতে চাইছেন তাঁরা

আমাদের ভারত, কলকাতা, ২৬ আগস্ট: আরজিকর কান্ড নিয়ে সারা রাজ্য উত্তাল। প্রতিবাদে গর্জে উঠেছে সমাজের বিভিন্ন মহল, বিভিন্ন শ্রেণির মানুষজন। এবার সেই প্রতিবাদ, লড়াই, আন্দোলনে সামিল হতে চলেছেন রূপান্তরকামীরা। তবে রাস্তায় নেমে নয়, মঞ্চে নিজেদের প্রতিবাদ দশটি নারী চরিত্র দিয়ে ফুটিয়ে তুলতে চলছেন তাঁরা। আগামী ৩রা সেপ্টেম্বর জ্ঞানমঞ্চে আয়োজিত ঋতু উৎসবের মধ্য দিয়ে প্রতিবাদ জানাবেন তাঁরা। আর তার জন্য চলছে জোর প্রস্তুতি।

বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ ছিলেন রূপান্তরকামীদের জন্য একজন উদাহরণ, একজন দৃষ্টান্ত। আগামী ৩১ আগস্ট তাঁর জন্মদিন। প্রতিবছরই তাঁর জন্মদিনে রূপান্তরকামীরা তাঁকে শ্রদ্ধা জানাতে ঋতু উৎসব করেন। এ বছরও আগামী ৩রা সেপ্টেম্বর ঋতু উৎসব হবে কলকাতার জ্ঞানমঞ্চে। আর সেই ঋতু উৎসবে অংশগ্রহণ করবেন রূপান্তরকামীরা। ঋতুপর্ণ ঘোষের তৈরি ছায়াছবির দশটি কেন্দ্রীয় নারী চরিত্রের মধ্য দিয়েই প্রতিবাদ শানাবেন রূপান্তরকামীরা। নিজেদের মধ্যে যে শিল্পী সত্ত্বা রয়েছে সেই শিল্পী সত্ত্বা এই মঞ্চের মধ্যে দিয়ে তুলে ধরা ধরবেন তাঁরা। দশটি প্রতিবাদী নারী চরিত্রের মধ্যে দিয়ে সেগুলি মঞ্চস্থ হবে।

এই দশটি কেন্দ্রীয় চরিত্রে এক একজন রূপান্তরকামী শিল্পীরা অভিনয় করছেন। যারা অভিনয় করছেন তাঁরা কেউই প্রথাগত শিল্পী নয়। তবে গত তিনমাস ধরে মহড়া দিয়ে নিজেদের তৈরি করছেন তাঁরা। আগামী কয়েকটি দিন সেই মহড়াই চলছে সোনারপুরে।

নৃত্যশিল্পী তথা রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ বলেন, “এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রূপান্তরকামীরাও প্রতিবাদের বার্তা দিতে চান। আন্দোলন লড়াই আগেও ছিল। এটা বহমান। সেটা থেমে থাকে না। হয়তো সময় পাল্টায়, বার্তা আলাদা হয়, কিন্তু আন্দোলন থামে না। আমরাও তিলোত্তমার বিচার চাই। আমরা মঞ্চের মধ্য দিয়ে প্রতিবাদ, আন্দোলন গড়ে তুলতে চাই।”

আরেক রূপান্তরকামী কৌশি কথাকলি বলেন,“তিলোত্তমার বিচারে যেমন সমাজের সমস্ত শ্রেণির মানুষ প্রতিবাদে নেমেছেন, তেমনি রূপান্তরকামীরাও প্রতিবাদে নেমেছেন। কিন্তু আমাদের আন্দোলনের সময় কাউকেই পাশে পাইনা আমরা। এখনও তৃতীয় লিঙ্গ হিসেবে কটাক্ষ সইতে হয় সমাজের বিভিন্ন স্তরে। প্রশাসনিক কাজকর্ম করতে গিয়েও নিজের নিজের পরিচয় নিয়ে হাসির খোঁড়াক হতে হয় আমাদেরকে। এসবের প্রতিবাদও এই ঋতু উৎসবের মঞ্চ থেকে করতে চাই আমরা। সকলকেই মানুষ হিসেবে দেখুন, দেখবেন সমাজটা কত সুন্দর হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *