Shivratri, Bankura, শিবরাত্রি ব্রত পালনে মাতোয়ারা বাঁকুড়া

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি: শিবরাত্রি ব্রত পালনে মেতে উঠেছে বাঁকুড়া। এদিন সকাল থেকে জেলার প্রাচীন এক্তেশ্বর সহ একাধিক শিবমন্দিরগুলিতে পুজো দেওয়ার জন্য ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এক্তেশ্বর ছাড়াও হরেশ্বরমেলা, পোদ্দার পাড়া জোড়া শিবমন্দির, গঙ্গাধর শিবমন্দির, হংসেশ্বর মন্দিরে ব্যাপক ভিড় পুন্যার্থীদের। শিবরাত্রি উপলক্ষ্যে জেলার বিভিন্ন জায়গায় মেলা বসছে। শালতোড়ার ছাতাপাথরে গ্রাম ষোলআনার উদ্যোগে মেলা বসছে। বেলা ১২টা নাগাদ হোমের মাধ্যমে শিবরাত্রির পুজো শুরু হয়। এই মেলা চলবে ৪মার্চ পর্যন্ত। কলকাতার দলের যাত্রাপালা মাধ্যমে শেষ হবে এই অনুষ্ঠান। এখানকার পর্যটন কেন্দ্র বিহারীনাথেও শিব ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। দুর্গাপুর ব্যারেজের কাছে বড়জোড়ার প্রতাপপুর শিবমন্দিরে পুজো দেওয়ার লাইন পড়তে দেখা যায়।

শিবরাত্রি উপলক্ষ্যে মেতে উঠেছে বেলিয়াতোড়। শিবরাত্রির পুজো ও মেলা দেখতে সংলগ্ন গ্রামগুলি থেকে দলে দলে মানুষকে আসতে দেখা যায়। গত ১৭বছর ধরে এই মেলা হয়ে আসছে। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মল্লরাজ চৈতন্য সিংহহের গড়ে তোলা পাত্রসায়ের কালী কালীঞ্জয় শিবমন্দিরে এদিন ছিল জমজমাট শিবরাত্রির পুজো। কালীঞ্জয় শিবের প্রতি জেলাবাসীর আলাদা একটা আকর্ষণ আছে। প্রতিদিনই ভক্ত সমাগম হয় এই মন্দিরে।বাঁকুড়ার এক্কেশ্বর ও বিষ্ণুপুর ষাঁড়েশ্বর শিরমন্দিরে ভক্তদের ঢল নামতে দেখা যায়। প্রায় ১০০০ বছরের প্রাচীন ওন্দার বহুলাড়া সিদ্বেশ্বর শিব মন্দির, গোগড়ার পাতালেশ্বর শিব মন্দিরেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকাল থেকে আকন্দফুলের মালা, ধুতরা ও অপরাজিতা ফুল, বেল ও বেলপাতা, দুর্বাঘাস ইত্যাদি উপকরণ নিয়ে শিবের পুজো দিতে মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়। অন্যদিকে পুজোর পর এসব পচনশীল উপকরণ জলে না ফেলতে অনুরোধ জানাতে দেখা যায় পরিবেশবাদী সংস্থা মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডসের শিল্পীদের। এই সংস্থার সভাপতি সঙ্গীতা ধর বিশ্বাস ও সম্পাদক ঝর্ণা গঙ্গোপাধ্যায় জানান যে, শিবরাত্রির ব্রত পালন করেন জেলার অধিকাংশ মহিলা। জেলায় মহিলা ভোটার রয়েছেন প্রায় ১৫ লক্ষ। যদি অর্ধেক মহিলাও শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তবে সংখ্যাটা কম নয়। এত সংখ্যক মহিলা এসব পচনশীল উপকরণ নিয়ে শিবের পূজা দেন ও পরে সেগুলি জলে ফেলে দেন। এতে জল দূষণ ঘটে। এদিন কেন্দ্রীয় সরকারের নার্স নিয়োগের পরীক্ষা থাকায় অনেকে এবার শিবরাত্রির ব্রত পালন করতে পারেনি বলে মনখারাপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *