আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: ভারতীয় সেনাবাহিনীর ট্রাকে হামলা চালালো জঙ্গিরা। বুধবার দুপুরে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় একটি সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে গুলি চালায় তারা। পাল্টা জবাব দেয় সেনাও। এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনা পুলওয়ামার স্মৃতি উস্কে দিয়েছে।
বুধবার দুপুরে এই হামলার ঘটনাটি ঘটেছে। সেনার একটি ট্রাক-জম্মুর রাজৌরি জেলার সুন্দরবাণি এলাকা দিয়ে যাওয়ার সময় একদল দুষ্কৃতি গুলি চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। গত কয়েক মাস ধরেই জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই আবহেই বিধানসভা নির্বাচন হয়েছে উপত্যকায়। কখনো সেনার গাড়ি লক্ষ্য করে গুলি- বোমা চলে, আবার কখনো গ্রামে প্রবেশ করে বাড়িতে- বাড়িতে হামলা চালায়। জঙ্গিদের খোঁজে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই তল্লাশি অভিযান করছে সেনা। নিরাপত্তা বাহিনীর উপরেও গুলি চলেছে।
বারবার জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন জম্মু-কাশ্মীর সরকার। কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরে সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে একজন জওয়ানের মৃত্যু হয়। সাম্প্রতিক গুলমার্গে সেনার গাড়িতে হামলা চলেছিল। তাতে দু’জন জওয়ান ও বাহিনীর দুই মালবাহকের মৃত্যু হয়েছিল। তার আগে সোনমার্গের কাছে নিরস্ত্র সাধারণ মানুষের উপরেও হামলা চালিয়েছিল জঙ্গিরা। এক চিকিৎসক সহ সাত জনের মৃত্যু হয়েছিল এই হামলায়।
সোনমার্গের হামলায় দায় স্বীকার করেছিল দা রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে এক জঙ্গিগোষ্ঠী। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর- ই- তৈবার প্রভাব রয়েছে ওই নতুন জঙ্গি গোষ্ঠীতে। পরপর ঘটা ঘটনা গুলিতে চিন্তার ভাঁজ ফেলেছেন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের কপালেও।