সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ ফেব্রুয়ারি: আজ শিবরাত্রি, মহাদেবের ভক্তরা আজকের বিশেষ দিনে উপবাস করে ব্রত পালন করেন। এদিন ভোলেবাবার মাথায় জল ঢালেন ব্রতীরা। এই দিন মহাদেবের মন্দিরে ভক্তের ভিড় থিকথিক করে। সেই মতো উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শক্তিগড় যুবগোষ্ঠী ক্লাবে শুরু হয়েছে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে জল ঢেলে পুজো। এবং তাঁরা বাবার মাথায় জল ঢালার সময় মনের ইচ্ছে পূরণ করার জন্য প্রার্থনা করেন। দুধ, মধু, জল, বেলপাতা নিবেদন করে শিবপুজোর চলের কথা কমবেশি সকলেই জানেন।
বনগাঁর শক্তিগড় যুবগোষ্ঠী ক্লাবের উদ্যোগে দোলের মাঠে একটি শিব মন্দিরের দ্বারোদঘাটন করা হয়। সেই মন্দিরে রয়েছে শিবলিঙ্গ, রাধাকৃষ্ণ মূর্তি ও মা শীতলার মূর্তি। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই শিব মন্দিরে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এদিন হোমযজ্ঞের মাধ্যমে শুরু হয় শিবের পুজো। সকালে এই এলাকার প্রায় তিনশো ভক্ত নদিয়ার চাকদহের গঙ্গা থেকে জল এনে বাবার মাথায় জল ঢালেন। এদি সারারাত ধরেই চলবে পুজো। এলাকায় পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।
ক্লাব সম্পাদক শেখর ঘোষ বলেন, দূরদূরান্ত থেকে ভক্তদের আগামন শুরু হয়েছে। প্রচুর মহিলা, পুরুষ এই পুজোতে অংশ নিয়েছেন। তাঁদের নিরাপত্তা নিয়ে ক্লাবের সদস্যরা নজর রেখেছে।
বৃহস্পতিবার বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও বিভিন্ন লোকশিল্পী, আবৃতি যোগব্যায়াম প্রতিযোগিতার মধ্যে দিয়ে চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান। ক্লাবের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বনগাঁর বিশিষ্ট ব্যক্তি ও এলাকার বাসিন্দারা।