আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ আগস্ট: রবিবার পারলৌকিক ক্রিয়া মিটলো নির্যাতিতা চিকিৎসকের। এদিন তাঁর সোদপুরের বাড়িতে তাঁর বাবা- মা’র সঙ্গে দেখা করলেন কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল। এদিন তিনি নির্যাতিতার বাড়ির লোকের সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পরিবারের পাশে তারা আছেন। তারা আবার আরেক দিন আসবেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রলোভনে পা না দেওয়ার কথা বলেছেন বলেও জানান।
এদিন নির্যাতিতার বাবা- মা মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশের ওপর আস্থা রেখে গোটা চেষ্ট ডিপার্টমেন্টের ওপর তদন্তের দাবি করেছেন। এদিন নির্যাতিতার বাবা- মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছি, তাই আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে রাজ্যের পুলিশের ওপর। পুলিশ কমিশনার নিজে আমায় ফোন করেছিলেন। তিনি আমায় বলেছেন, তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার মেয়েকে যৌন অত্যাচার করে খুন করা হয়েছে। আমরা চাইছি আরজিকরের গোটা চেষ্ট ডিপার্টমেন্টের ওপর তদন্ত করা হোক। আমার মেয়ের ওপর ওর ডিপার্টমেন্টের খুব চাপ ছিল। ৩৮ ঘণ্টা ডিউটি দেওয়া হতো কোনো চেঞ্জিং রুম ছিল না। তাই আমাদের দাবি সঠিক ভাবে তদন্ত করা হোক।’