আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ আগস্ট: ব্যারাকপুরের পৌর এলাকার জমা জলের সমস্যা সমাধানে প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছেন নব নির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। তাঁর উদ্যোগে এবার ব্যারাকপুরের ২২ নম্বর ওয়ার্ডের জমা জলের সমস্যায় কী ভাবে দ্রুত সমাধান করা সম্ভব তা খতিয়ে দেখতে ওই ওয়ার্ড পরিদর্শন করতে এলেন রেলের আধিকারিকরা।
ব্যারাকপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষার জল ব্যারাকপুরের ১৩ নম্বর এবং ১৪ নম্বর রেলগেটের মাঝে অবস্থিত রেলের লাইনের নিচে থাকা নিকাশী নালা বা খাল দিয়ে ব্যারাকপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের দিকে যায়। কিন্তু গত কয়েক বছর ধরে সেই নালা সংস্কার না হওয়ার জন্য জল জমার সমস্যা দেখা দিয়েছে এই ২২ নম্বর ওয়ার্ডে। এই জল জমার
সমস্যার কথা ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাসের কাছে জানান ব্যারাকপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা জিতব্রত পালিত। সেই সঙ্গে জল জমার বিষয়টি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের নজরে আনা হয়। এরপর রেলমন্ত্রী ও রেল দপ্তরের নজরে বিষয়টি নিয়ে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। সাংসদের এই তৎপরতায় নড়েচড়ে বসেছে রেল দপ্তর। তার ফল স্বরূপ এই জল জমার বিষয় নিয়ে এবার রেল ও ব্যারাকপুর পৌরসভা যৌথ উদ্যোগ নিয়ে ওই এলাকা পরিদর্শন করল।
এদিন রেলের আধিকারিক, ইঞ্জিনিয়ারদের পাশাপাশি ব্যারাকপুর পৌরসভার ইঞ্জিনিয়াররা ও স্থানীয় কাউন্সিলর পরিস্থিতি খতিয়ে দেখেন। সেই সঙ্গে ব্যারাকপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা জিতব্রত পালিত গোটা বিষয়টি রেলের ইঞ্জিনিয়ারদের বিস্তারিতভাবে জানান এবং কিভাবে সমস্যার সমাধান করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করেন।