সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ আগস্ট: শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল বাঁকে করে নিয়ে শিবের মাথায় ঢালার উদ্দেশ্যে যাওয়ার পথে দুই শিব ভক্ত তরুণ লরি চাপা পড়ে প্রাণ হারেলেন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা জল ট্যাঙ্কির কাছে।
ইন্দপুর থানার হাটগ্রামের একদল যুবক শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার পবিত্র জল নিয় বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরের শিবলিঙ্গে ঢালার উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘপথ পায়ে হেটে অতিক্রম করার সময় পথের ধারে তারা যখন বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিষে দেয়। ঘটনায় ৯ জন শিবভক্ত গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। তড়িঘড়ি জখমদের ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত দুই যুবকের নাম বিশাল দত্ত (২১) ও তনুময় দত্ত (২৯)। জখম হয়েছেন মিথিলেশ দত্ত, অদ্বৈত দত্ত, শান্তনু দত্ত, বিবেক চ্যাটার্জি, নয়ন চ্যাটার্জি, দীপ ভদ্র ও শুভম ভদ্র। সকলের বাড়ি ওই হাটগ্রামেই। সবার বয়স ২০ থকে ২৫ এর মধ্যে। এদের মধ্যে ২ জন বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এবং বাকি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান হাটগ্রামের বাসিন্দা পাপুন কুন্ডু।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ও জখম প্রত্যেকের পরিবার অত্যন্ত সাধারণ। তাদের চিকিৎসার খরচের জন্য সাহায্য চেয়ে দুটি ফোন পে নম্বর দিয়েছেন গ্রামবাসীরা। একটি হল গ্রামের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শঙ্খ শিল্পী বাবলু নন্দীর- 919474813154 ও অন্যটি পাপুন কুন্ডুর- 8777322164।