পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: রক্তদান জীবনদান, এই মন্ত্রকে পাথেয় করে আজ মেদিনীপুর এসবিএসটিসি বাস ডিপোতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (জঙ্গলমহল) ডিভিশনের উদ্যোগে এক রক্তদান কর্মসূচি পালন করা হয়। এই শিবিরের উদ্বোধন করে উপস্থিত রক্তদাতাদের এবং অনুষ্ঠানের আয়োজকদের এই মহান কর্মে ব্রতী হওয়ার জন্য অভিনন্দন জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা।
এছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি’র রাজ্য সম্পাদক পার্থ সারথি ঘনা, দক্ষিণবঙ্গ পরিবহন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন- এর সভাপতি তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি’র সভাপতি অভিজিত ঘটক, মেদিনীপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি গোপাল খাটুয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই রক্তদা শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।