আমাদের ভারত, বাংলাদেশ, ১২ আগস্ট: বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে প্রচারে সক্রিয় অংশ নিলেন চলচ্চিত্র পরিচালক প্রদীপ ঘোষ।
সোমবার সংশ্লিষ্ট ছবি-সহ চলচ্চিত্র পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আংশিক সময়ের শিক্ষক ও ‘চারুপ্রাঙ্গণ’-এর সিইও প্রদীপবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমার ছাত্ররা দেয়াল ভরে লিখছে অনেক কথা। আমিও ওদের পাশে থেকে দেখিয়ে দিলাম কিভাবে লিখতে হবে।”
সমর্থন পেয়েছেন নেটনাগরিকদেরও। সিরাছুল ইসলাম লিখেছেন, “এদেশ সকলের”। অশোক সাহা লিখেছেন, “রাজনীতিতে ক্ষমতা ছাড়া চলে না ঠিকই।
কিন্তু ক্ষমতা পেলে কারোরই মাথার ঠিক থাকে না। চেয়ারে বসলে মালিক মালিক ভাব হয়ে যায়।” মহম্মদ শাহিদ হোসেন লিখেছেন, “ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে।”