পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ আগস্ট: আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে রং এবং তুলি নিয়ে পথে নামল পূর্ব মেদিনীপুর জেলার চিত্রশিল্পীরা। গেটওয়ে মেছেদা বাস স্ট্যান্ড সন্নিহিত শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আজ অর্ধশতাধিক চিত্রশিল্পীরা পথে নেমে রং তুলির মধ্য দিয়ে তাদের প্রতিবাদ জানায়। নন্দলাল বসু মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা শিল্প ভাষা সংস্থা ও পূর্ব মেদিনীপুর জেলা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এই কর্মসূচি সংগঠিত হয়। চিত্রশিল্পী আর্ট কলেজের ছাত্র-ছাত্রীরা এবং বিভিন্ন কলেজের আর্টের অধ্যাপক এই কর্মসূচিতে ছবি এঁকে গান এবং বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচিতে সামিল হয়।
আয়োজকদের তরফে চিত্রশিল্পী অসিত সাঁই বলেন, সবাই পথে নামতে পারে না, সবাই স্লোগান দিয়ে মোমবাতি নিয়ে রাস্তায় হয়তো নামতে পারে না। সমাজের কিছু জন থাকে, যারা তাদের মনের ভাব, তাদের প্রতিবাদ রং তুলির মধ্যে দিয়ে প্রকাশ করে। সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই কর্মসূচি।