আমাদের ভারত, ২২ আগস্ট: সামাজিক ব্যাধি হিসেবে ধর্ষণ জনজীবনকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাই এসব মামলায় ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হোক। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর চিঠিতে এ ব্যাপারে কড়া কেন্দ্রীয় আইন প্রণয়ন ও তার রূপায়ণ, দোষীর সাজা ত্বরান্বিত করতে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি প্রভৃতির কথা লেখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চিঠির বিষয়টি জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। চিঠির বয়ানও শোনালেন তিনি। এতে জানানো হয়েছে, ভারতে প্রতিদিন প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে। এটা একটা বীভৎস্য ব্যাপার। এতে সমাজে এবং দেশে মানুষের আত্মবিশ্বাস ও বিবেকবোধ মার খাচ্ছে। মহিলারা যাতে নিরাপদ ও সুরক্ষিত মনে করেন, এই অবস্থার রাশ টানতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব।
আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের আবহে গোটা দেশজুড়েই এ ধরনের ঘটনার ভয়াবহতা উসকে উঠেছে। গোটা দেশেই এ ধরনের ঘটনা ক্রমবর্ধমান। এর প্রেক্ষিতে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার সাংবাদিকদের সামনে এসব মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।