পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত) এর ৬৮তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত ও বর্ণময় তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এই অনুষ্ঠান বর্ণময় হয়ে উঠেছিলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট অতিথিদের উজ্জ্বল উপস্থিতিতে। মহাবিদ্যালয়ের পতাকা উত্তোলন ও মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: সুশান্ত কুমার চক্রবর্তী। বৌদ্ধিক শোভাযাত্রার সমাপ্তিতে উপাচার্য মহোদয় ‘উপাধি প্রদান’ অনুষ্ঠানের উদ্বোধন করেন। মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড: জয়শ্রী লাহার স্বাগত ভাষণে ফুটে ওঠে মধ্যবিদ্যালয়ের ক্রমোন্নয়নের রূপরেখা।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: চক্রবর্তী এই অনুষ্ঠানে তাঁর বক্তব্যে তুলে ধরেন উচ্চশিক্ষায় আন্তঃ বিভাগীয় গবেষণাধর্মী পঠন পাঠন ও দক্ষতাভিত্তিক শিক্ষার উপযোগিতার কথা। এই অনুষ্ঠনে উপস্থিত খড়্গপুর আইআই টি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্বনামধন্য প্রফেসর ড: সুমন চক্রবর্তীর বক্তব্যে প্রাকশিত হয় মৌলিক গবেষণার বহু আলোকিত দিগন্ত। এই সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকোত্তর স্তরের ২৩৪ জন এবং স্নাতক স্তরের ৮৫৯ জন ছাত্রী পদক ও শংসাপত্র প্রাপ্ত হয়েছে।
মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য রাণী শিরোমণি গ্রীণ ইউনিভার্সিটি-এর উপাচার্য WASCHE-এর সহ- সভাপতি প্রফেসর ড: আশুতোষ ঘোষ এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ও জয়শ্রী লাহা’র উপস্থিতিতে নান্দনিক প্রভায় উজ্জ্বল হয়ে উঠেছিলো তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি সাবলীল দক্ষতায় সর্বাঙ্গ সুন্দরভাবে পরিচালনা করেন মহাবিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও সেক্রেটারি অধ্যাপিকা দেবযানী মুখার্জি।