পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: মুসলিম সম্প্রদায়ের পবিত্র ইদের দিনে মেদিনীপুর শহরের নীলবাড়ি কবর স্থানের সাবমার্সিবল পাম্পের শুভ উদ্বোধন করলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা।
এইদিন বিধায়ক সুজয় হাজরা জানিয়েছেন, মুসলিম সম্প্রদায়ের পবিত্র ইদে উনাদের কবরস্থানের প্রয়োজনীয় জলের জন্য এই পাম্পের উদ্বোধন করা হয়েছে।