পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: সোমবার পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সংগঠনের দ্বিতীয় বার্ষিক ‘সাধারণ সভা’ অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের অরবিন্দ শিশু উদ্যান প্রাঙ্গনে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া, সম্পাদক সুশান্ত জানা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাঞ্চন ঘড়া, সৌরেন্দ্রনাথ ভুঁইঞা, রমেন বাগ, দীপক চৌধুরী, অতনু ঘোষ, বিশ্বজিৎ মাজি, বিশ্বজিৎ রানা, মানস বেরা, রাজীব বেরা সহ প্রায় ৫৫ জন সদস্য-সদস্যা।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক আয়-ব্যয়, সংগঠনকে ভবিষ্যতে আরও ত্বরান্বিত করে তার শ্রীবৃদ্ধি ঘটানোর লক্ষ্যে অনেকের সুচিন্তিত মতামত প্রদান ইত্যাদি আলোচ্য বিষয় হিসেবে ছিল। অনেকেই মূল্যবান বক্তব্য প্রকাশ করেছেন। সবশেষে সভাপতির মূল্যবান বক্তব্য রেখে সভার সমাপ্তি ঘোষিত হয়।