Barrackpur, TMC, BJP, ভুল প্রক্রিয়ায় নমিত সিং- এর বিরুদ্ধে মামলা করা হয়েছে, বিস্ফোরক বিধায়ক সোমনাথ শ্যাম

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩১ মার্চ: এবার ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং- এর ছেলে নমিত সিং- এর বিরুদ্ধে মামলা রুজু হলো। আর এই নিয়ে বিধায়ক সোমনাথ শ্যাম- এর দাবি, যে ফুটেজ দেখে মামলা হয়েছে সেটি পুরনো ফুটেজ আর সম্পূর্ণ মিথ্যে। অর্জুন এবার জেলে যাবেই যাবে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং- এর বাড়ির সামনে গুলি এবং বোমা চলার ঘটনায় সরগরম হয়ে উঠেছিল জগদ্দলের মেঘনা মিল এলাকা। সেই ঘটনায় আহত হয় এক তৃণমূল কর্মী। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে দেখা যায়। তিনি স্বীকার করে নেন যে তার বাড়ির নিচে গণ্ডগোল হচ্ছিল তাই তিনি ছুটে যান। পুলিশের তরফ থেকে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তদন্ত শুরু করে জগদ্দল থানার পুলিশ।তারপর আরো সিসিটিভি ফুটেজ প্রকাশ পায়। পুলিশের তরফ থেকে এলাকার সেই সিসিটিভি ফুটেজ দেখে শত প্রণোদিত মামলা রুজু করা হয়েছে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে। সেই সিসিটিভি ফুটেজে ওই দিনের ঝামেলায় কাউন্সিলরের ছেলে নমিত সিং ও তার এক সঙ্গী সোনু জয়শোয়াল’কে দেখা যায়। তারপর তৃণমূল কর্মী নমিত সিং ও সোনু জয়সওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। কিন্তু পুলিশের দায়ের করা সেই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিযোগ করলেন জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম।

বিধায়কের দাবি, ভুল ভিডিও ফুটেজ দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছে বিজেপি নেতা অর্জুন সিং। বিধায়কের দাবি, ভুল ভিডিও ফুটেজ দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছে বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর আরো দাবি যে ভিডিও ফুটেজ পুলিশকে দেখানো হয়েছে সেটি অনেক পুরনো। সেই মামলায় নমিত সিং আগেই জামিন নিয়ে নিয়েছে। আর যে তৃণমূল কর্মী সেদিন গুলি বিদ্ধ হয়েছিল সেও অভিযোগ করেছে যে অর্জুন সিং গুলি চালিয়েছে সেদিন। এর ভিত্তিতে বিধায়কের দাবি, অর্জুন সিংকে এবার গ্রেপ্তার হতেই হবে।

এদিন সোমনাথ শ্যাম বলেন, “নমিত সিং’কে ফাঁসানো হচ্ছে। এর আগেও নমিত সিং- এর বিরুদ্ধে এনআইএ’র কাছে মিথ্যে মামলা করে অর্জুন সিং তাকে জেলে পাঠিয়েছিল। এবার অর্জুন সিং গুলি চালিয়ে নমিত সিংকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু সিসিটিভি ফুটেজে অর্জুন সিং’কে তার দলবল নিয়ে গণ্ডগোল পাকাতে দেখা গেছে, তাই এবার অর্জুন সিংকে জেলে যেতে হবে। কিন্তু তাও যদি আদালত তাকে ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে অর্জুন সিং’কে সব মামলায় রেহাই দেওয়া হচ্ছে। কিন্তু এবার অর্জুন সিং এখনো রক্ষা কবচ পায়নি কোর্ট থেকে তাই দিল্লিতে গিয়ে বসে আছে।” তাঁর আরো দাবি, নমিত সিং ছাত্র নেতা থেকে তৃণমূলের যুব নেতা হয়ে উঠে এসেছে, এলাকার মানুষের পাশে থাকছে, তাই অর্জুন সিং এসব মিথ্যে বলে নমিতকে ফাঁসাতে চাইছে। কিন্তু কোনো অভিযোগ করে দিলে তো হবে না, সেটা প্রমাণ করতে হবে। তাঁর স্পষ্ট দাবি, তদন্ত চলছে, কেউ প্রকৃত দোষ করলে তার শাস্তি হবে।

অপর দিকে বিজেপি নেতা প্রিয়াঙ্গুর পান্ডের পাল্টা দাবি, পুলিশ সিসিটিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখে নমিত সিং- এর বিরুদ্ধে মামলা করেছে। এখানে তৃণমূল বিধায়ক মিথ্যে বলছেন, নমিতকে বাঁচানোর জন্য। তাঁর দাবি, “সামনে নির্বাচন আছে, তার আগে অর্জুন সিং এবং আমি যাতে ভাটপাড়া- জগদ্দলে বিজেপির জায়গা শক্ত করে না ফেলতে পারি তাই আমাদের সরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত মিথ্যে অভিযোগ আনছে তৃণমূল।” তবে এই সমস্ত ঘটনার জেরে ভাটপাড়া জগদ্দলে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, তাই ইদের মজা বিঘ্নিত হচ্ছে বলেই এলাকার মানুষের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *