পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: সোমবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ইদ। এই পবিত্র ঈদকে সামনে রেখে এদিন সারা জেলাজুড়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন গড়বেতা তিন নম্বর ব্লকের নবকোলা ও আধারনয়ণ এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে পবিত্র ইদের শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ, বিশ্বজিৎ সরকার, সুশান্ত সিংহ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এদিন শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সম্প্রীতি রক্ষার বার্তা দেওয়া হয় তৃণমূলের তরফে।