Beauty contest, Midnapur, ফিরে এসেছে বহু প্রতীক্ষিত সৌন্দর্য প্রতিযোগিতা ‘এই সময় দীপ্তি ২০২৫’

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: বহু প্রতীক্ষিত “এই সময় দীপ্তি ২০২৫” আবার ফিরে এসেছে। এবারের আয়োজন আরও বড় এবং আরও অনুপ্রেরণামূলক। এটি শুধুমাত্র একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও আত্মপ্রকাশের এক অনন্য মঞ্চ। ২০১৪ সালে শুরু হওয়ার পর থেকে, দীপ্তি তরুণীদের প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস গঠন এবং নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ করে দিয়েছে।

এই প্রথমবার কলকাতার গণ্ডি পেরিয়ে দীপ্তি পৌঁছেছে জেলার প্রতিভাবান নারীদের কাছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহবধূ এবং উদ্যোক্তাদের জন্য এটি এক স্বপ্নের সুযোগ, যেখানে তাঁরা তাঁদের সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাস প্রকাশ করতে পারবেন।এবারের প্রতিযোগিতার জন্য চারটি অঞ্চলভিত্তিক অডিশনের আয়োজন করা হয়েছে—উত্তরবঙ্গ, বর্ধমান, মেদিনীপুর এবং অবশেষে কলকাতা। অডিশন পর্বে ৩,০০০-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, যাঁদের মধ্যে থেকে শীর্ষ ২০ জন প্রতিযোগী ৫ এপ্রিল কলকাতায় গ্র্যান্ড ফিনালে-তে অংশগ্রহণ করবেন। “দীপ্তি” শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি আত্মবিকাশ ও উচ্চাকাঙ্ক্ষার মঞ্চ। বিজয়ীরা পাবেন হইচই, এসভিএফ মিউজিক অথবা এসভিএফ ট্যালেন্ট-এ কাজ করার সুবর্ণ সুযোগ, যা তাঁদের বিনোদন জগতে পথ খুলে দেবে।

মেদিনীপুরে অনুষ্ঠিত অডিশনে অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগীরা অংশ নেন। বিচারকমণ্ডলীতে ছিলেন—অভিনেত্রী পায়ান সরকার, ডিজাইনার ও স্টাইলিস্ট সন্দীপ জয়সওয়াল এবং কাস্টিং ডিরেক্টর সন্দীপ চ্যাটার্জি। প্রতিযোগীরা তাঁদের বুদ্ধিদীপ্ত উত্তর এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেন।

এই বছর “এই সময় দীপ্তি”-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্ধমানের ছোট শহর থেকে তাঁর উত্থানের গল্প দীপ্তি-র মূল ভাবনাকে প্রতিফলিত করে। কেবলমাত্র মুখপাত্র হিসেবে নয়, তিনি প্রতিযোগীদের মেন্টর হিসেবেও তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে এবং নিজেদের সেরা করে তোলার জন্য পাশে থাকবেন।

৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নির্বাচিত প্রতিযোগীদের জন্য কলকাতায় বিশেষ গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে। এখানে প্রশিক্ষণ দেবেন—ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০১০ উষসী সেনগুপ্ত, ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল, কাস্টিং ডিরেক্টর সন্দীপ চ্যাটার্জি এবং অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি। তাঁরা প্রতিযোগীদের র‍্যাম্প ওয়াক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং সৌন্দর্য চর্চার বিভিন্ন দিক শেখাবেন।

৫ এপ্রিল, ২০২৫-এ কলকাতার গ্র্যান্ড ফিনালে-তে শীর্ষ ২০ প্রতিযোগী-র মধ্য থেকে নির্বাচিত হবেন এবারের “দীপ্তি”। জেলাভিত্তিক এই সম্প্রসারণ, অভিজ্ঞ মেন্টরদের প্রশিক্ষণ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অনুপ্রেরণামূলক উপস্থিতি—সব মিলিয়ে “এই সময় দীপ্তি ২০২৫” মেদিনীপুর-সহ গোটা বাংলার সৌন্দর্য প্রতিযোগিতার ধারণাকেই নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *