আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১ মার্চ: ঝাড়গ্রাম শহর ইদগাহ ময়দানে ইদের নমাজ পাঠের মধ্যে দিয়ে পালিত হলো পবিত্র ইদ। প্রায় এক মাস রমজানের উপবাসের পর পশ্চিম আকাশে ফালি বাঁকা চাঁদ উদয় হলেই ঈদ উৎসব শুরু হয়। ব্যস্ততা শুরু হয়ে যায় ঘরে বাইরে বিশেষ করে অন্দরমহলে। কথায় আছে খেয়ে ইদ না খেয়ে বাকরিইদ।
ইদের নমাজ পাঠে সব বয়সের পুরুষরা ধর্মীয় রীতি মেনে মুখ-হাত-পা ধুয়ে, নতুন বা পরিষ্কার পোশাক- টুপি পরে, আতর লাগিয়ে, মিষ্টিমুখ করে নমাজে অংশ নেন। অন্যদিকে বাড়ির কিশোরী ও তরুণীরা হাতে মেহেন্দি আঁকতে ব্যস্ত হয়ে ওঠে। মেহেন্দিকে খুবই পবিত্র মানা হয়। তাই মুসলিম সমাজে যে কোনও উৎসব ও অনুষ্ঠানে মেহেন্দি পরা বহু প্রাচীন রীতি।
ধর্মীয় তত্ত্বে ইদ অত্যন্ত পবিত্র। ইদ-উল-ফিতর ঘোষণার সঙ্গেই শেষ হলো রমজান মাস। গত ২ মার্চ থেকে ভারতে পালিত হচ্ছে রমজান মাস। ইদ-উল-ফিতর মুসলিমদের কাছে খুশির পরব। এখানে ‘ইদ’-এর অর্থ ‘উৎসব’ এবং ‘ফিতর’-এর অর্থ ‘উপোস ভাঙা’। একমাসের রোজা ভেঙে উৎসব পালন করা হয় ইদ-উল-ফিতরের দিন।
এদিন নামাজ পাঠ করান পুরাতন ঝাড়গ্রামের নুরানী জামে মসজিদের মৌলবী। এদিন ইদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করতে আসেন ঝাড়গ্রামের জেলা আদালতের বিচারক আমিনুর রহমন, আক্রম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) সৈয়দ মহম্মদ মামদুল্লাহ হোসেন।