কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: সদ্যোজাতর মৃত্যু ঘিরে হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ।
প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তা আর হলো না। মঙ্গলবার সদ্যোজাত শিশুকে
ছুটি দেওয়ার কথা ছিল। ঘাটাল থানার শিমুলিয়ার প্রসাদচকের বাসিন্দা সুনীল খাঁ এবং নিশা খাঁ হাইতের প্রথম সন্তান হয় ১৫ ফেব্রুয়ারি ঘাটাল হাসপাতালে। মঙ্গলবার সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও সদ্য বাবা ও মা হওয়া সুনীলবাবু এবং নিশা দেবী ও তাদের পরিবারের লোকজন খবর পেলেন যে তাদের সন্তান আর নেই, মারা গিয়েছে। এই খবর পাওয়ার পর হাসপাতালের বিভিন্ন বিষয়ে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়। এরফলে হাসপাতাল চত্বরে সৃষ্টি হয় উত্তেজনা।
শিশুটির পরিবারের লোকজন এবং এলাকার বেশ কয়েকজন বিক্ষোভ দেখাতে শুরু করে। আসে ঘাটাল থানার পুলিশ। নার্সদের দুর্ব্যবহার থেকে চিকিৎসার গাফিলতি, সঠিক তথ্য সদ্যোজাত শিশুর বাড়ির লোকজনকে না জানানো সহ বেশ কিছু অভিযোগ নিয়ে তারা সোচ্চার হন। শিশুটি জন্মানোর পর কিছুক্ষণের জন্য তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়। শিশুটির অবস্থা কেমন তা জানতে চাইলে নার্সদের কাছ থেকে দুর্ব্যবহার পেতে হয় বলে অভিযোগ। শিশুটির প্রকৃত অবস্থা বাড়ির লোকজনকে জানানো হয়নি বলেও অভিযোগ। তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ জানায় মৃত শিশুর পরিবারের লোকজন।