পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: মঙ্গলবার মেদিনীপুর সদর পলিটেকনিক কলেজে আইটিআই, পলিটেকনিক, ভোকেশনাল পাশ করা যুবক যুবতীদের হাতে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।
রাজ্য সরকারের আহ্বানে জাতীয় এবং আন্তর্জাতিক ১৬টি বেসরকারি কোম্পানি সাড়া দিয়েছে আজকের জব ফেয়ার অনুষ্ঠানে। প্রায় ছয় হাজার জন নাম লিখিয়েছেন সরকারের জব পোর্টালে। তার মধ্যে কোম্পানীগুলোর নিজস্ব নিয়মে যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ কিংবা লিখিত পরীক্ষার মাধ্যমে পদ্ধতি অনুযায়ী সরাসরি নিয়োগ পত্র দিয়ে দেওয়া হয় সফল চাকরি প্রার্থীদের হাতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেম্পা হন্যাইয়া, বিধায়ক দীনেন রায়, কোম্পানির পক্ষ থেকে কৌশিক কুমার দাস, শুভ মজুমদার।