আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৯ জানুয়ারি: বাইকের পাশাপাশি বর্তমানে স্কুটির বাজারেও জোর প্রতিযোগিতা চলছে। এবার অন্য স্কুটিকে পেছনে ফেলে এক ঝাঁক নতুন ফিচার নিয়ে বাজার মাতাতে হিরো আনলো ডেস্টিনি ১২৫ নিউ ভার্সন। পুরাতন ডেসটিনির খোল নলচে বদলে একেবারে নতুন রূপে বাজারে এসেছে এই ডেস্টিনি ১২৫। মোট তিনটি ভেরিয়েন্টে বুধবার বারুইপুর শ্রীকৃষ্ণ হিরোতে লঞ্চ হল এই নতুন স্কুটি।
আগের ডেস্টিনির তুলনায় এই নতুন ডেস্টিনিতে অনেক বেশি ফিচার রয়েছে। রয়েছে প্রজেক্টের হেডল্যাম্প, বডি কালার মিরর, ডিজিটাল মিটার, আধুনিক ইন্ডিকেটর সিস্টেম, ডি আর এল টেল ল্যাম্প, ৫৯ কিমি লিটার পিছু মাইলেজ, এছাড়াও রয়েছে অনেক বেশি অত্যাধুনিক ফিচার। গাড়িতে বসার জন্য অনেক বেশি জায়গাও রয়েছে। সেফটি ফিচারের জন্য রয়েছে ফ্রন্ট ডিস্ক। আর এই নতুন স্কুটির দাম সাধারণের নাগালের মধ্যেই বলেই দাবি কোম্পানির।