সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ জানুয়ারি: ভুয়ো ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফট দিয়ে প্রতারণা করে পুলিশের জালে ধরা পড়লো প্রতারণা চক্র। ছাতনা থানার পুলিশ তদন্তে নেমে এখনও পর্যন্ত এই চক্রের সাত জনকে চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, ছাতনা থানার ঝাটিপাহাড়ির বাসিন্দা বিশ্বজিৎ রক্ষিত তার একটি চারচাকা গাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। গাড়ির দাম রাখা হয়েছিল ৯ লক্ষ ২০ হাজার টাকা। এই বিজ্ঞাপন দেখে জনৈক ব্যক্তি যোগাযোগ করেন এবং গত ৪ জানুয়ারি এক গাড়ি চালক মারফৎ ওই টাকার ডিমান্ড ড্রাফট জমা দেন। ড্রাফটটি পরদিন স্থানীয় একটি সরকারি ব্যাঙ্কে জমা দেওয়ার পর জানতে পারেন ওই ড্রাফটি ভুয়ো। এরপরই গাড়ির ক্রেতার সঙ্গে বিশ্বজিতবাবু যোগাযোগ করেন ও বিফল হন। দীর্ঘক্ষণ ফোনের সুইচ অফ দেখে বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপরই গত ৮ জানুয়ারি বিশ্বজিতবাবু ছাতনা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরে ছাতনা থানার পুলিশ তদন্তে নামে। তদন্ত করে এখনো পর্যন্ত চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা থেকে সেলিম খান, সমীর মন্ডল, গৌরীশঙ্কর বক্সী, নিতাই মাইতি, অর্জুন মন্ডল, সুশান্ত মন্ডল, চন্দন দে’কে গ্রেপ্তার করেছে। পুলিশি তদন্ত চলছে।