Suvendu, Mamata, মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে মমতার বার্তাকে কটাক্ষ শুভেন্দুর

আমাদের ভারত, ২৯ জানুয়ারি: মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “প্রথমত, যাঁরা প্রাণ হারিয়েছেন এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের জন্য আমার চিন্তা ও প্রার্থনা রয়েছে। মহাকুম্ভে মর্মান্তিক পদদলিত হয়ে যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের প্রতি আপনার দুঃখের অভিব্যক্তিটি শুরুতে অকৃত্রিম মনে হয়েছিল। কিন্তু গঙ্গাসাগর মেলার আয়োজনের সাথে তুলনা করার বিষয়ে সূক্ষ্ম মন্তব্য আপনার কপট মনোভাব প্রকাশ করেছে।

মনে হচ্ছে আপনি দুঃখ প্রকাশ করার সুযোগের অপেক্ষায় ছিলেন। আপনার সদয় তথ্যের জন্য, ‘অমৃত স্নান’ বা ‘অমৃতস্নান’-এর মতো একদিনে ৫ কোটিরও বেশি লোকের সমাবেশের পরিকল্পনা ও ব্যবস্থা করার সুযোগ আপনার জীবনে নেই এবং হবেও না।

মৌনী অমাবস্যায় পবিত্র ডুব একটি আনুষ্ঠানিক স্নান, মহা কুম্ভ মেলার অন্যতম পবিত্র ঘটনা বলে বিবেচিত হয়। এই বছর, বিরল ‘ত্রিবেণী যোগ’ স্বর্গীয় প্রান্তিককরণের কারণে আচারটি অতিরিক্ত তাৎপর্য ধারণ করেছে। প্রতি ১৪৪ বছরে এরকম একবার ঘটে। উত্তরপ্রদেশ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যথাসাধ্য চেষ্টা করেছে। এটা ‘আমিই সর্বোত্তম’ এরকম দেখানোর সময় নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *