Chief Minister, Delhi, নাম ঘোষণা হয়ে গেল দিল্লির মুখ্যমন্ত্রীর, শপথ বৃহস্পতিবার

আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি: শপথ গ্রহণের দিন ধার্য হয়েছে আগেই। এমনকি শপথ গ্রহণ অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র বিলি পর্যন্ত হয়ে গেছে। বাকি ছিল মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। সব জল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় বিজেপি জানিয়ে দিল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা‌।

আবারো একবার রাজধানী দিল্লি মহিলা মুখ্যমন্ত্রী পেল। এর আগে বিজেপির তরফে সুষমা স্বরাজ দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কংগ্রেসের শীলা দিক্ষীত মুখ্যমন্ত্রী ছিলেন ও আপের আতিশী মারলেনা ছিলেন। আগামীকাল রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রবেশ ভার্মা।

৫ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হয়। ৮ ফেব্রুয়ারি ফল ঘোষণা হয়। দেখা যায় রাজনীতিতে গেরুয়া ঝড় উঠেছে। ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০ সদস্যের বিধানসভার মধ্যে ৪৮টি আসন জিতেছে বিজেপি। আম আদমি পার্টি পেয়েছে ২২টি আসন। অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন বিজেপির প্রবেশ ভার্মা।

কে মুখ্যমন্ত্রী হবেন সেই নাম ঘোষণার আগে থেকেই শপথ গ্রহণের আমন্ত্রণ পত্র বিলি করা শুরু হয়েছে। দিল্লির মুখ্য সচিবের তরফে ওই আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপ রাজ্যপাল ভি কে সাকসেনা মুখ্যমন্ত্রী ও বাকি মন্ত্রীদের শপথ পাঠ করাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *