পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জেলাশাসক পশ্চিম মেদিনীপুর। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, অতিরিক্ত জেলা শাসক, পঞ্চায়েত, ডিআই সেকেন্ডারি, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পরিবহন দপ্তর, ফরেস্ট ডিপার্টমেন্ট- এর প্রতিনিধিরা।
পশ্চিম মেদিনীপুর জেলায় এ বছর উচ্চমাধ্যমিকের জন্য মোট পরীক্ষা কেন্দ্র ৭২টি। মোট পরীক্ষার্থী ২৭৯৪০। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১২৯০৯ এবং ছাত্রীর সংখ্যা ১৫০৩১। কোনো পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে সিসিটিভি, ফিস্কিং, মোবাইল রাখার জন্য ক্লক রুমের ব্যবস্থা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে পানীয় জলের সুব্যবস্থা, হেলথ টিম, ওআরএস এবং প্রয়োজনীয় সাধারণ ওষুধের ব্যবস্থা। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য থাকছে বাস এবং ছোট গাড়ির উপযুক্ত ব্যবস্থা। নির্দিষ্ট নিয়ম মেনে মহকুমা শাসকরা সংশ্লিষ্ট মহকুমার জন্য মাইক ব্যবহারের ব্যাপারে বিধি-নিষেদের নির্দেশিকা জারি করবেন।