পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কুম্ভ মেলা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ। তারই প্রতিবাদে রাজ্যজুড়ে হিন্দু সনাতনী মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। ঘাটালেও মিছিল করা হয় ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে।
মিছিলটি ঘাটাল- পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয় তারপর ঘাটালের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সামনে পথ অবরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়।