পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: মহা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলার প্রতিবাদে বুধবার মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে প্রতিবাদে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকরা।
উল্লেখ্য, রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়েই মহা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে আখ্যা দেন। পাশাপাশি হিন্দু সমাজ নিয়েও বক্তব্য রাখেন। মূলত মহা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলার প্রতিবাদ জানিয়েই বুধবার মেদিনীপুর শহরের সিপাই বাজারে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ কর্মসূচি পালন এবং মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিজেপি কর্মী সমর্থকরা। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি শংকর গুছাইত, জেলা নেতা রমাপ্রসাদ গিরি, অরূপ দাস সহ অন্যান্য নেতারা।