kolaghat, Mid day meal, কোলাঘাটে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ মিড-ডে মিল কর্মীদের, বিডিও’র কাছে ডেপুটেশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের কোলাঘাট ব্লক শাখার উদ্যোগে মিড-ডে মিল কর্মীদের চার দফা দাবিতে কোলাঘাট ব্লকের বিডিও’র কাছে বিক্ষোভ ও ডেপুটেশন সহ বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়।

দাবিগুলি হল-সরকারি কর্মীর স্বীকৃতি; দশ মাস নয়, বারো মাসের বেতনবৃদ্ধি; প্রতি মাসের বেতন প্রতি মাসে দেওশা প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *