আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ সেপ্টেম্বর: জলপাইগুড়ি পুরসভার টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। শহরের টোটোয় লাগাম টানতে এবার মূল শহরের বাইরে টোটো স্ট্যান্ড করতে উদ্যোগী হলো পুরসভা। শনিবার দুটি জায়গা চিহ্নিত করে মোট চারটি ই-রিকশা কিংবা টোটো স্ট্যান্ড ঘোষণা করল পুরসভা। সব জায়গায় টোটো স্ট্যান্ডের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
মণ্ডলঘাট, বেরুবাড়ি, কাদোবাড়ি এলাকার টোটো চালকদের জন্য পান্ডা পার্কের মোড়ের রাস্তার দুই পাশের পূর্ব ও পশ্চিম দিকের জায়গা টোটো স্ট্যান্ড বলে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে শহরের চার নম্বর ঘুমটি এলাকার দাদাভাই ক্লাব সংলগ্ন রাস্তার পাশের জায়গাকে টোটো কিংবা ই-রিকশা স্ট্যান্ড ঘোষণা করা হলো। পুরসভার দাবি, পুর এলাকা এছাড়া খড়িয়া, পাতকাটা, পাহাড়পুর ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকরা শহরে যাতায়াত করতে পারবেন। নির্দিষ্ট এলাকার বাইরের টোটো চালক যেমন মণ্ডলঘাট, কাদোবাড়ি, বেরুবাড়ি সেই এলাকার টোটো চালকরা পার্কের মোড়ে স্ট্যান্ড পর্যন্ত আসতে পারবেন। দাদাভাই ক্লাবের সামনের টোটো স্ট্যান্ড পর্যন্ত বাহাদুর, গড়ালবাড়ি, রানী নগর থেকে আসা টোটো চালকরা আসতে পারবেন। ধাপে ধাপে আরও কয়েকটি জায়গায় টোটো স্ট্যান্ড করা হবে বলে দাবি পুরসভার।
পুরসভার উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “এদিন প্রথম টোটো স্ট্যান্ড করা হল পুরসভার উদ্যোগে। শহরের বাসিন্দা ও গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে এই উদ্যোগ। আগামীতে টোটো রুট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”