সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ সেপ্টেম্বর: আর জি কর কান্ডের বিচার নয়, যারা ঘটনার প্রমাণ লোপাট করতে চাইছে তাদের বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হাজির হয়ে ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিচার চাই বলে যে দাবি করেছেন, তার পরিপ্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আজ এই মন্তব্য করে বলেন, দোষীদের বাঁচাতে মুখ্যমন্ত্রী কপিল সিব্বাল সহ একুশ জন আইনজীবীকে নিয়োগ করেছেন, যার খরচ কয়েক কোটি টাকা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন সাত দিনের মধ্যে সমস্ত প্রমাণ দিয়ে দেব, তা যদি হয় তবে তার হাতে যা তথ্য প্রমাণ আছে তা সিবিআই- এর হাতে তুলে দিন। আসলে তা নয়, যারা প্রমাণ লোপাট করেছে তাদের বাঁচাতে চাইছেন।
এ প্রসঙ্গে সুভাষবাবু আরোও বলেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়ে তাদের দাবি দাওয়া স্টাডি করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।এ প্রসঙ্গে তিনি অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতির ব্যাখ্যা উল্লেখ করে বলেন, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, প্রতিশ্রুতি মানেই ভাওতা, প্রতিশ্রুতি মানেই চিটিং, প্রতিশ্রুতি মানেই প্রতারণা। কাজেই প্রতিশ্রুতি না দিয়ে মুখ্যমন্ত্রীর উচিত আন্দোলনকারীদের দাবি মেনে আলোচনায় বসা।