পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের। সেই আন্দোলনের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত দু -তিন দিন ধরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপিডি সহ বিভিন্ন নন এমার্জেন্সি সার্ভিস থেকে জুনিয়র ডাক্তাররা নিজেদের সরিয়ে নিয়েছেন।
আজও সেই ধারা অব্যাহত। আউটডোর সহ বিভিন্ন বিভাগ আজ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে চিকিৎসকরা। সেইমত বুধবার সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা রোগীদের হয়রানি হতে হয়েছে।