পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ আগস্ট: জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে গুরুতর ভাবে জখম হলেন এক ব্যক্তি। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম রেঞ্জের বন্দরভুলা বিটের কলাবনীর জঙ্গলে। বনদফতর সুত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম দিবাকর নারায়ণ দেব (৬২)। বাড়ি কলাবনী গ্রামে।
বনদফতর ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন দিবাকর নারায়ণ দেব। কাঠ, পাতা সংগ্রহ করার সময় হঠাৎ একটি হাতির মুখোমুখি হয়ে যায় তিনি। এরপর সেখান থেকে পালানোর সময় শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে তুলে আছাড় মারলে গুরুতর ভাবে আহত হন ওই ব্যক্তি। বর্তমানে ঝাড়গ্রাম গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে নারায়ণবাবু।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রাম বন বিভাগে ৪৬টি হাতি রয়েছে। ঝাড়গ্রাম রেঞ্জের খাসজঙ্গলে ২ টি হাতি, বসন্তপুর ৩টি হাতি, পোষরোতে ১টি, সিধাডাঙ্গায় ১৫ টি, বৃন্দাবনপুরে ২টি, পাথরচাকরিতে ৩টি, পুকুরিয়ায় ১টি, লোধাশুলি রেঞ্জের কেউদিশোলে ১টি, ঘটিডোবায় ১টি, শিলদা রেঞ্জের শালপাত্রায় ৫টি ও জামবনি রেঞ্জে ১২টি হাতি রয়েছে।